"ফিরে আসি"
পরিযায়ী পাখির মতো উড়ে আসি
ভালবাসি তোমাকে বারবার ।
ভালবাসি খাল বিল নদী
নির্জন দিঘি, কাকচক্ষু জল,
শাপলা-শালুক,
জল ফড়িং এর উড়াউড়ি,
কিশোরীর এলো চুল--
কানের লতিতে গুজে রাখা শাপলা ফুল,
কিশোরের দুরন্ত ছুটে চলা,
গুলতি খেলা,
শীতের সকালে কুয়াশার চাদরে ঢাকা
দিঘির জল,
খেজুরের রস, তপ্ত নলেন গুড়,
খৈ পাটালী, দুধ চিতই আর মন্ডা।
ফিরে আসি বারেবার
মাটির হাঁড়িতে যেথা উৎলাই ভাতের ফ্যান,
পিঁয়াজ আর ভাজা মরিচের অমৃত সুধা
জাগায় প্রাণ,
যেথা জল সেচে তুলে আনে মাছ
যুবক-যুবতীর দল,
সন্ধ্যা হলে ঘরের কোনে
জ্বলে, প্রদীপের আলো,
চাদরে মোড়া শরীর --
তবু্ও চলে হাসি-কোলাহল।
ফিরে আসি দেশের টানে,
শীতের আবাহনে,
ফিরে আসি, কাজল গাঁয়ে,
যেথায় বটের ঝুরি হাওয়ায় দোলে
শান্ত সুনিবিড়, ছায়া শীতল, মায়ের কোলে।